টিম ডিবি বগুড়ার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে অদ্য বৃহস্পতিবার ০৬/০৮/২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়ার সদর থানাধীন দশটিকা কারিগর পাড়া গ্রাম হইতে ০৩(তিন) কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ শাহিনুর শেখ ওরফে ইয়ারচান(৩০), পিতা-মোঃ হানজেলা শেখ, ২. মোঃ মোতালেব শেখ(৩১), পিতা-মোঃ আব্বাস শেখ, উভয় সাং-দশটিকা কারিগর পাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম আলী পিপিএম জানান।