Logo




করোতোয়া নদীতে বন্যার পানি বৃদ্ধি ফসলের ক্ষতি সম্ভাবনা

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ৮ আগস্ট, ২০২০

বগুড়ার শাজাহানপুরে করোতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম ফসলের ক্ষতির সম্ভাবনা। উপজেলার আমরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার পানি বাড়তে শুরু করছে।সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার আমরুল, চেপিনগর এলাকাতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় আগাম ফসলের ফসলেন ক্ষতির সম্ভাবনা এ নিয়ে কৃষক হতাশায় ভুগছেন। করোতোয়া নদীর পানি ঘন্টায় ২/৩ ইঞ্চি পানি বৃদ্ধি পাচ্ছে বলে নদী পাড়ের এলাকার মানুষ জানায়।আমরুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল জানান, যমুনা এবং বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি কারনের শাখা নদীর গুলোর সংযোগ থাকায় ছোট বড় খাল গুলি পানি দিয়ে ভরে উঠেছে নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে করে ওই সব এলাকার আগাম রোপা আমন ধানের ক্ষেত, রবিসষ্যসহ সব ধরনের আবাদ নষ্ট হওয়ায় আশাংকা দেখা দিয়েছে। আর এভাবে বন্যার পানি বৃদ্ধি পেতে থাকলে সকল ধরনের সবজির আবাদ নষ্ট হবে বলেও তিনি জানান। আবার অনেকে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নৌকা ভাঁসিয়ে মজা করতে ও
অনেকে দেখা যায়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com