Logo




করোনায় কাঁচা লংকার ঝাঁলে সাধারণ মানুষের নাভিশ্বাস

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ৮ আগস্ট, ২০২০

মহামারী করোনার মাঝে কাঁচা লংকার ঝাঁলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বগুড়ার শাজাহানপুরে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পিয়াজের ঝাঁজ কমতে না কমতেই হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে ২/৩ শত টাকা কেজি দরে খুরচা বাজারে বিক্রয় করছেন বিক্রেরা। যা কয়েক দিন আগেও বাজোরে ৬০/৭০টাকায় খুচরা বাজারে বিক্রি করেছেন ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা।সরজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলা নয়মাইল হাটে বিন্দি জাতের কাঁচা মরিচ ১কেজি ৩শত টাকায় কিনছেন পাইকাড়ি বাজারের ব্যবসায়ীরা। বেশিভাগ চালানি মরিচ যা দেশি বলে বিক্রি করাও হচ্ছে । হঠাৎ করে লংকার দাম অস্বাভাবিক হবার কারন জানতে চাইলে কাঁচামাল ব্যবসায়ীদের মাঝে অনেকেই জানান,  ঈদের আগের বাজার ঠিক ছিল কিন্তু বেশি বর্ষার কারনে কাঁচা মরিচের গাছ এমনিতেই মরে যাচ্ছে। মোকামে মরিচের সরবরাহ কম হওয়ার কারনে হঠাৎ করেই দাম অস্বাভাবিক হয়ে উঠছে দিন দিন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com