যৌতুকের বলি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটীতে কলেজছাত্রী গৃহবধূ সুমাইয়া আক্তার সেতু হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সদরের গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সেতুর বাবা শাহিন মিয়া, মা রওশন আরা বেগম, অধ্যক্ষ মো. শহিদুল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিরা। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবকসহ কয়েক হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিয়েতে এক লাখ টাকা যৌতুকসহ কয়েক লাখ টাকার ঘরের প্রয়োজনীয় সরঞ্জামাদি দেন বাবা শাহিন মিয়া। এরপরও আরও এক লাখ টাকা দাবি করেন সুজন। চাহিদামতো এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সেতুর উপর নেমে আসে অমানসিক নির্যাতন। এর প্রেক্ষিতে গত ৬ জুন উত্তর খোলাহাটীতে স্বামী সুজন ও শ্বশুর-শাশুড়ীসহ ৬ জন সেতুকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার তিনদিন পেরিয়ে গেলেও শ্বশুর রওশন আলম ছাড়া মূল আসামী সুজনসহ অন্যান্য আসামীদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি সদর থানার পুলিশ। এই ঘটনায় স্বামী সুজনকে মূল আসামী করে গাইবান্ধা সদর থানায় ৬জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।