Logo




নদী ভাংগন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কার্যলয়ে অবস্থান বিক্ষোভ

ওবাইদুল ইসলাম গাইবান্ধা
আপডেট করা হয়েছে : রবিবার, ৯ আগস্ট, ২০২০

নদী ভাংগন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান গ্রহনের দাবীতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কার্য্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। রবিবার (৯আগস্ট) দুপুরে ভাংগন কবলিত ভক্তুভোগী গিদারী এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম লেবু ও ভাংগন কবলিত এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ মিয়া, আব্দুল মালেক মিয়া, মাহবুব আলম মিলন প্রমুখ। বক্তাগন অবিলম্বে নদী ভাংগন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ভাংগন কবলিত মানুষদের পূনর্বাসন, গিদারী পূর্বপাড়া-ডাংগার, ঘাট-ঠাকুরের ভিটাসহ ভাংগন এলাকা গুলোয় জরুরী ভিত্তিতে ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন, ভাংগন কবলিত মানুষদের খাদ্য-চিকিৎসা নগদ অর্থ প্রদানের দাবী জানান। শেষে পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলীর নদী ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেয়ার মধ্য দিয়ে কর্মসূচির কাজ শেষ হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com