Logo




কুমিল্লায় গার্মেন্টকর্মী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ১০ আগস্ট, ২০২০

চাঞ্চল্যকর নারী গার্মেন্টকর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আমির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব গ্রেফতারের খবর জানায়।

সংবাদ সম্মেলনে র‌্যার-১১ কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জর দোয়ারার বাজারের চাঞ্চল্যকর পিতৃহারা অসহায় গার্মেন্টস কর্মী রুবিনা বেগম ধর্ষণ মামলার প্রধান আসামি আমির হোসেনকে রোববার রাতে চাঁদপুরের কচুয়া থানার পালাখাল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। সে পালিয়ে চাঁদপুরের কচুয়ায় একটি বাসা বাড়িতে ভাড়া থেকে দিনমুজুরের কাজ করত।

গ্রেফতারকৃত আমীর হোসেন সুনামগঞ্জের দোয়ারা থানার আলীপুর গ্রামের সিদ্দিকি মিয়ার ছেলে। সে গত ২৬ ও ২৭ মে তার একটি পরিত্যক্ত ঘরে গার্মেন্টকর্মী রুবিনকে আটক রেখে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে রুবিনা বেগম বাদী হয়ে দোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com