সংবাদ সম্মেলনে র্যার-১১ কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জর দোয়ারার বাজারের চাঞ্চল্যকর পিতৃহারা অসহায় গার্মেন্টস কর্মী রুবিনা বেগম ধর্ষণ মামলার প্রধান আসামি আমির হোসেনকে রোববার রাতে চাঁদপুরের কচুয়া থানার পালাখাল এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১১। সে পালিয়ে চাঁদপুরের কচুয়ায় একটি বাসা বাড়িতে ভাড়া থেকে দিনমুজুরের কাজ করত।
গ্রেফতারকৃত আমীর হোসেন সুনামগঞ্জের দোয়ারা থানার আলীপুর গ্রামের সিদ্দিকি মিয়ার ছেলে। সে গত ২৬ ও ২৭ মে তার একটি পরিত্যক্ত ঘরে গার্মেন্টকর্মী রুবিনকে আটক রেখে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে রুবিনা বেগম বাদী হয়ে দোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।