বগুড়ার শাজাহানপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শিউলি বেগুম(৪৪) নামের এক নারীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন দাদন ব্যবসায়ীরা। এতে বাড়ির ভাড়াটিয়াসহ পরিবারের শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। উপজেলার খলিশাকান্দি গ্রামের দক্ষিন পাড়ায় এঘটনা ঘটে।সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার থানা পুলিশ বাড়িতে গিয়ে তালা খুলে দেয় এবং অসহায় পরিবারকে বাড়িতে উঠিয়ে দেন।শিউলি বেগুম জানান, দুই বছর আগে রোকেয়া বেগুম,মর্জিনা বেগুম ও শিল্পি বেগুমসহ প্রতিবেশি বেশ কয়েক জনের কাছথেকে সুদের টাকা নিয়ে ছেলেকে বিদেশে পাঁঠায়। টাকা নেবার পর থেকে প্রতি সপ্তাহে সুদের টাকা দেওয়া হয়েছে। এদিকে প্রতারোককে খপ্পরে পড়ে ছেলেও ফিরে আসে দেশে। বসতবাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করতে চাইলেও তারা কোন কথা না শুনে বাড়ি তেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়।
রোকেয়াসহ অন্যরা জানান, শিউলি বেগুমকে সদের উপর টাকা দেয়া হয়নি তার বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করেছি এখন এসে আর টাকা ফেরৎ দিচ্ছেনা।