বগুড়ার শাজাহানপুরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা অর্ধ-নিমিত্ত মুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। পরবর্তিতে উপজেলা পরিষদ হল রুমে সকাল১০টায়এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে গরীব অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন,অটো-ভ্যান এবং নগদ অর্থ বিতারণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে এসব বিতারণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভাইচ চেয়ারম্যান আলহাজ্জ ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইচ চেয়ারম্যান হিফাযত আরা মিরা, সহকারি কমিশনার(ভুমি) আশিক খাঁন, উপজেলা আ.লীগের সভাপতি বাবু দীলিপ কুমার, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, খরনা ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আটল।
এসময় আরও ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ফরিদুজ্জামান মুক্তা, সাংগঠনিক সম্পাদক লিটন,ছাত্রলীগ সভাপতি রন্জু মিয়া,যুবলীগ নেতা পলাশ, ছাত্রলীগ নেতা বাহারাম বাদশা প্রমূখ।