গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর এলাকার মৃত রিয়াজুল ইসলাম মন্ডল ও পালক পিতা সাদেক আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৮) কে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশ। জানা গেছে, র্দীঘ দিন থেকে সে সরকারি চাকুরি দেয়ার কথা বলে জেলার বিভিন্ন এলাকার যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাত করে আসছে। সদর উপজেলার মশিউর রহমান মৃধার ভাতিজা মোশেদুল রহমান মৃধাকে আর্মিতে চাকুরি দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নেয়। ঘটনার পর থেকে দীর্ঘদিন সে পলাতক থাকায়। পরবর্তীতে সাইফুল ইসলামের প্রতারণা সম্পর্কে জানতে পেরে মশিউর রহমান মৃধা গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ১৮ আগস্ট রাতে প্রতারণ সাইফুল ইসলামকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। গাইবান্ধা সদর থানার অফিসার ইচনার্চ খাঁন মোঃ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, আসামী সাইফুল ইসলাম জেলার বিভিন্ন এলাকার যুবকদের সরকারি চাকুরি দেয়ার কথা বলে এভাবেই প্রতারণা করে আসছে।
মন্তব্য