মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের ‘কাতি’ ঘাঁটিতে সংঘাতের খবর পাওয়া গেছে। সেখানে ‘বিদ্রোহ’ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ওই ঘাঁটিতে সেনারা গুলি চালিয়েছে। প্রতক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।
সেখানকার ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওয়ানা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই মালিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
বিস্তারি আসছে…