মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাহার সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছেন, সেই সিদ্ধান্ত মোতাবেক বুধবার দুপুর ১২ টায় বগুড়া সদরের গোকুল সাদা পাড়া করতোয়া নদী সংলগ্ন সরকারী কবরস্থানে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন ফলজ,ঔষধী গাছ রোপন করা হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও গোকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি,গোকুল নওজোয়ান মজলিস কমিটির সাধারন সম্পাদক সরকার সাইফুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক মোঃ গোলাম সারোয়ার মিলন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সমাজ সেবক মোঃ এনামুল হক, সদর উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাগর,বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজু,আমিনুর ইসলাম,মিলন,সাদিক প্রমুখ।
মন্তব্য