বগুড়ার সদরের গোকুল ছ’মিল বন্দরে গ্রাহকদের চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে দি সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯আগস্ট) বিকাল ৩টায় উপজেলার গোকুল ইউনিয়নের ছ’মিল এ শাখার উদ্বোধন করা হয়। সমাজ সেবক সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দলিল উদ্দিন দুলুর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, তিনি তার বক্তব্যে বলেন, গোকুল ইউনিয়নে নতুন যাত্রা শুরু করলো ব্যাংকিং এজেন্ট সিটি ব্যাংক। নতুন সেবা নিয়ে হাজির হলো গ্রাহকের দোরগোড়ায়। এলাকার মানুষের সুবিধার্থে এই ব্যাংকিং সেবা হাতের নাগারে পেয়ে এখানকার অনেক ব্যবসায়ীদের কষ্ট করে আর দূরে কোথাও টাকা আদান প্রদান করতে যেতে হবে না। মহাস্থান প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার আয়াজ আহম্মেদ সিদ্দিক, এজেন্ট মনিটরিং অফিসার সাদিকুল ইসলাম, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা হাজেরা বেগম, ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া, আলোর পথ পাবলিক স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ঠ ব্যবসায়ী জজ আশরাফুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম মোস্তফা নয়ন, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মিলন, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু। পরে প্রধান অতিথি ব্যাংকিং এজেন্ট শাখা ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ছ’মিল বন্দর ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সেলিম রেজা,মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সাধারন সম্পাদক এস আই সুমন, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান,তথ্য ও ক্রীড়া সম্পাদক সোহাগ মাহবুব,সাধারন সদস্য আব্দুল বারী,রাহাতুল আলম রাহাত, অত্র ব্যাংকের এজেন্ট আবুল কালাম জয়, ব্যাবস্থাপক আমিনুর রহমান, শাখা কর্মকর্তা জামিল হোসেন জেমি, ব্যবসায়ী আবু জিহাদ বিএ, রেজাউল করিম মানিক, রিনা বেগম, ইমান আলী রঞ্জু, লিখন প্রমুখ।