বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সরকারের আওয়াধীন জিওবি ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা আমরুল ইউনিয়নের ১২টি এলাকায় নিরাপদ পানি আর্সেনিক মুক্ত গভীর নলকুপ স্থাপনে উপ-প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ই আগষ্ট) বিকেল ৪টায় ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্পের নিমার্ণ কাজের ভিত্তি স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন।
আরও ছিলেন উপজেলা পরিষদেও ভাইচ চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইচ চেয়ারম্যান হিফাযত আরা মিরা, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ-সহকারি প্রকৌশলী রিপা পারভিন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল. উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম বিমান, ইপজেলা চাত্রলীগের সাবেক আহবায়ক নুরুন্নবী তারেক, ঠিকাদারি প্রতিষ্ঠান জেরিন এন্টারপ্রাইজের প্রতিনিধি সিরাজুল ইসলাম রিক্তা. মোশারফ।