বগুড়ার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে থানায় এসে নিরাপত্তাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসি।উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর গ্রামের সাধারণ মানুষ জানান, রাজারামপুর গ্রামের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের ছেলে পায়েলের(২২)”র নেতৃত্বে গড়ে ওঠে কিশোর গ্যাং। পায়েলসহ ১৪/১৫ জনের একটি গ্রুপ বানিয়ে এরা আমরুল ইউনিয়নের রাজারামপুর, পলিপলাশ, গোবিন্দপুর, বড়নগরসহ আশেপাশের এলাকায় কোন কিছু ছাড়ায় মানুষকে মারপিট থেকে শৃরু করে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এসময় তারা আরও জানায় তার বাবার উসকানিতে এরকম করে আসছে পায়েল ওরফে গ্যাং ষ্টার।জানাগেছে, এক বছর আগে পায়েল এক ষ্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টাও করে। ওই ঘটনায় দুই মাস আগে জেল খেটে বের হয়ে ওই মেয়ে বাবাকে মারপিট করে এ বাহিনী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে তুলে নেবার হুমকি দেয় পায়েল। পবে বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-মিমাংসা করা হয়। কিছু দিন আগে ডাঃ আফজাল হোসেনের বাড়িতে মাদক সেবস নিষেধ করায় বেদম মারপিট করে ওই বাহিনী। সিএনজি ভাড়া চাওয়ায় এক ডাইভারকে মারপিট করে। পায়েল বাহিনী সাথে না থাকায় সবুজ ও শিপনকে মারপিট করে তারা। প্রতিবাদ করলে তার বাবাকেও মারপিট করে ওই কিশোর গ্যাং। শহিদুল নামের এক ব্যাক্তি বাড়িতে গিয়ে রাম দা দিয়ে দরজা জানালা ভেঙ্গে আতঙ্কের সৃষ্টি করে। পলি পলাশ গ্রামে জমিজমার সালিসে বসলে সেখানের মারপিট করে পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। সর্বশেষ গত সোমবারে মোটর সাইকেল থামিয়ে আব্দুল মোত্তালিব ও সাজেদুল হককে লোহার রড় দিয়ে আঘাত করে তারা। এঘটনায় গ্রাম বাসিসহ আমরুল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল’র নেতৃত্বে একত্রিত হয়ে গতকাল মঙ্গলবার থানায় পৃথক পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন।