Logo




শাজাহানপুরে বিট পুলিশিংয়ের কার্যক্রম নিয়ে আলোচনা

শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

শাজাহানপুরে বিট পুলিশিংয়ের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯শে আগষ্ট) শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সকাল ১১টায় বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু করা হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালামের সভাপর্তিত্বে শাজাহানপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আমবার হোসেন বক্তব্য বলেন, পুলিশের সেবা এবং জনগনের আরও কাছাকাছি যাওয়ার জন্য প্রতিটি ইউনিয়কে একেকটি বিটে ভাগ করে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে নিয়োজিত থাকবে । তিনি আরও বলেন জনগনকে যেন পুলিশের কাছে আসতে না হয় বরং পুলিশই জনগনের কাছে সেবা নিয়ে যেতে পারে। সেটা সম্ভব বিট পুলিশিংয়ের মাধ্যমে। অপরাধ দমন এবং পুলিশের সেবা জনগনের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি চালু হয়েছে।শাজাহানপুর থানা পুলিশের মাঝিড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিট অফিসার এসআই ডেভিড হিমাদ্রী বর্মন ওএ এসআই শামীম রেজার পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার হযরত আলী,প্যানেল চেয়ারম্যান তারেক হোসেন সুমন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,ইউপি সদস্য নয়া মিয়া, শফিকুল ইসলাম,আবু জাফর, বাচ্চু প্রমূখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com