Logo




জেলা ছাত্রলীগ সভাপতি তিন দিনের রিমান্ডে

স্টাফ রির্পোটার
আপডেট করা হয়েছে : শনিবার, ২২ আগস্ট, ২০২০

দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিসান মাহমুদ শামীমকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় জিসানকে। এসময় মামলার অধিকতর তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ’র আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিশানকে গ্রেফতার করে সিআইডি। রাজধানীর কাফরুল থানায় ২৬ জুন দায়ের করা দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার করা হয় নিশানকে। এর আগে এই মামলায় গ্রেফতার হওয়া দুই আসামী বরকত ও রুবেল আদালতে জবানবন্দিতে টাকা পাচারের সাথে নিশানের জড়িত থাকার কথা স্বীকারোক্তি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার করা হয় নিশানকে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com