গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজ সড়কের ছালুয়া বেলী ব্রীজ বেইলিব্রীজ ভেঙ্গে খাদে পড়েছে সিমেন্ট ভর্তি একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের, গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফুলছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চাপায় আটকে থাকা চালকের মৃত্যদেহ উদ্ধারে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবরী রওনা দিয়েছে। এদিকে ট্রাকটি উদ্ধারের ফুলছড়ি ও গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা চেস্টা চালাচ্ছে। চালক ও সহকারী সম্পর্কে চাচা ভাতিজা। তাদের বাড়ী রাজবাড়ী জেলার সদরে।
মন্তব্য