বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী বাসষ্ট্যান্ডে এক গ্যারেজ থেকে সরকারি ৮৬বস্তা চাল আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৫শে আগষ্ট) বিকেলে এঅভিযান পরিচালনা করে চাল উদ্ধার করা হয়েছে।উদ্ধারকারী কর্মকর্তা শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই সুশান্ত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তবে এবিষয়ে আটক করা হয়নি।