Logo




শাজাহানপুরে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

বগুড়ার শাজাহানপুরে উন্নয়ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎ অভিযোগ। নেই কোন স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের নজরাদি এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রামীন অবোকাঠামো উন্নয়ন।২০১৯-২০২০ অর্থ বছরের টিআর প্রকল্পের অধিনে উপজেলার আমরুল ইউনিয়নের শৈল্য ধুকড়ি পশ্চিমপাড়ায় বাইতুল মোকাদ্দেস জামে মসজিদ ও ঈদগাঁ মাঠ সংস্কারের জন্য পৃথক পৃথক ভাবে ৪৩হাজার ৫০০টাকা করে বরাদ্ধ পান প্রকল্পের সভাপতি সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎখবর এলাকাবাসির মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।সরজমিনে ঘুরে দেখাগেছে, মসজিদ ও ঈদগাঁ মাঠের সংস্কারের জন্য কোন প্রকার একটি টাকার ও কাজ কারেনি প্রকল্পের সভাপতি সেক্রেটারী।
স্থানীয় এলাকাবাসি মোঃ রফিকুল ইসলাম,রনজ্ মিয়া, মোস্তাফিজার, আনোয়ার হোসেনসহ আরও অনেকে জানান, মসজিদ ও ঈদগাঁ সংস্কারের টাকা আত্মসাৎ করে রেহায় পাবেনা কেননা বর্তমান শেখ হাসিনা সরকার অন্যায় ও দূনীতি কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। এবিষয়ে প্রকল্পের সভাপতির মোয়াজ্জেম”র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কমিটির কাছে টাকা হস্তান্তর করেছি। মসজিদের সভাপতি আবু রায়হান সেক্রেটারী মিলন হোসেন বলেন, কোন টাকায় আমাদেরকে দেয়া হয়নি এবং ১টাকার কাজও করেনি প্রকল্প সভাপতি মোয়াজ্জেম হোসেন।এবিয়য়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভবহয়নি তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু জানান, টিআর, কাবিখা প্রকল্পের বিষয়ে আমার জানা নেয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com