বগুড়া জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং পৌর আওয়ামী লীগনেতা মরহুম মাসুদ রানা ফিলিপস এর ৩য় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ এর আয়োজনে বুধবার দুপুরে শহরের শিববাটি অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় মরহুম মাসুদ রানা ফিলিপস এর ৩য় তম মৃত্য বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মাদ আলী সিদ্দিক। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শিব্বাটী অন্ধ হাফেজিয়া মাদরাসার পরিচালক মোরশেদ ইসলাম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আল- আমিন রাহুল, সমাজসেবক জিন্না খান, জিয়াউর রহমান মানিক, আশরাফুল হাসান সোহাগ, মামুন, রিপন, টিটুসহ নেতৃবৃন্দ। দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মরহুম মাসুদ রানা ফিলিপস এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাও তৌহিদুল ইসলাম তুহিন। স্বরন সভায় বক্তরা, মরহুমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত ও পরিবারের সকলের জন্য দেয়া ও মঙ্গল কামনা করেন।
মন্তব্য