গ্রেফতার কৃতরা হলোঃ বগুড়া সদরের নুনগোলা শশীবদনী এলাকার আব্দুলের ছেলে মুল হোতা রমজান আলী (২৪) ও মিঠন ওরফে লিটন (২২)।
সদর থানা পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, বগুড়ার নুনগোলা ইউনিয়নের শশীবদনী এলাকার জনৈক্য এক ব্যক্তির ৫ম শ্রেণীর স্কুল পড়ুয়া এক কণ্যাকে একই এলাকার রমজান আলী প্রায়ই স্কুলে যাওয়ার পথে উত্যাক্ত করতো। এরই জের ধরে গত ৯/৮/২০২০ ইং তারিখে রাত্রি সাড়ে ১২ টার সময় ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাহিরে গেলে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা, রমজান, লিটন, শাহিন ও মোখলেস মোটর সাইকেল ও সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষন করা হয়। পরে ওই মেয়ে তার মাকে সব ঘটনা খুলে বললে, তার মা বাদি হয়ে সদর থানায় গত ৯/৮/২০ তারিখে অভিযোগ দায়ের করে। গত বৃহস্পতিবার মধ্যেরাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলা হতে ওই ২ যুবককে গ্রেফতার করে। সদর থানার উপ- পুলিশ পরিদর্শক বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হুমায়ুন কবীর দৈনিক বগুড়ার #প্রতিবেদক এস আই সুমনকে জানান, প্রচলিত আইনে তাদের বিচার হবে। গ্রেফতার কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।