বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই মোটর সাইকেল, ৭০ বোতল ফেন্সিডিল, ১’শ পিচ ইয়াবা ও ০১ (এক) কেজি গাঁজাসহ ৮ জন আটক হয়ছে। এছাড়া ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়ছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ সূত্রে, জানা গেছে, জেলার সদর থানাধীন পুরান বগুড়া সরকারী আজিজুল হক কলেজ এলাকায় অভিযান চালিয়ে চোরাই FAZER, VERSION 2.0 কোম্পানির তৈরি 150 সিসি মোটর সাইকেল, (ইঞ্জিন ও চেসিস নম্বর খোদাই করা অক্ষর ঘষামাঝা) মোটর সাইকেলটির পিছনে ডিজিটাল প্লেটে রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল-৩৩-৪৫২৩ নাম্বার লেখা মোটর সাইকেল সহ ১। মোঃ ফুজায়েল আহাম্মেদ ওরফে জন(৩১) পিতা মোঃ শাহাদত জামান সাং বাড়ইপাড়া থানা সারিয়াকান্দি, ২। আবু আম্মান মোঃ আরিফুর রহমান (৩৮) পিতা আবু তোরাব মোঃ জোবায়ের হোসেন ওরফে হেলাল উদ্দিন সাং পালশা চৌকিরপাড়া থানা বগুড়া সদর উভয় জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। এছাড়া বগুড়া জেলার সদর থানাধীন তেলিপুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে পাথরভর্তি ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট ১৮-৭৭৮৯ এর ভিতরে স্কুল ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত ট্রাকসহ ১। মোঃ সাইদুল ইসলাম ওরফে শহিদুল(৩৮) পিতা- মোঃ আঃ জলিল মন্ডল, সাং- চক গাদুকা, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাট, ২। মোঃ রবিউল ইসলাম বাবু(২৫), পিতা- মৃত নসরু হোসেন, সাং- পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়। এছাড়া বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ আজিজুল হক(৪০), পিতা- মৃত আব্দুল বারী বিশু, সাং- চকরাধিকার (মুন্সি পাড়া), থানা- গাবতলী, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। অপর দিকে বগুড়া সদর থানাধীন শিববাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ ১। মোঃ আলী আকবর বাদল(৫৬) পিতা মৃত লোকমান হাকিম সাং সুলতানগঞ্জ পাড়া, পরবর্তীতেঃ ঠিকাদার লেন (জনৈক রেজাউল হাকিম রাকিব এর বাসার ভাড়াটিয়া, সাং- কাটনার পাড়া, বর্তমানে : শিববাটি সেবক সমিতি লেন (ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম এর নিচতলার ভাড়াটিয়া)(ভাসমান), ২। মোঃ দুলাল প্রাং (৩৮) পিতা মোঃ তোফাজ্জল প্রাং সাং শিববাটি সেবক সমিতি লেন, ৩। মোঃ রেজাউল করিম(৩২) পিতা মোঃ দুলু মিয়া সাং ফুলবাড়ী দক্ষিণপাড়া, সকলের থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ আলী আকবর বাদল(৫৬) এর নামে পূর্বে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১টি মামলা ও ধৃত আসামী ১। মোঃ ফুজায়েল আহাম্মেদ ওরফে জন(৩১) এর নামে বগুড়া সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনে ০৩টি মামলা রয়েছে।
মন্তব্য