Logo




গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

ওবাইদুল ইসলাম গাইবান্ধা
আপডেট করা হয়েছে : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

শিক্ষার্থীদের ঝুকিতে ফেলে কোন ব্যাক্তির স্বার্থে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাহিরে স্থানান্তরের করা যাবেনা এই প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদরে উদ্যোগে এই প্রতিবাদ মানববন্ধন পালিত হয়। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সংসদ সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য পংকোজ সরকার, সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহ-সভাপতি তাহমিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ছাত্রনেতা দেবাশীষ দাস দেবু, ক্ষেতমজুর সমিতি সাধারণ সম্পাদক তপন দেবনাথ। বক্তাগণ বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি শহরের বাহিরে স্থানান্তর করা হয় তাহলে ছাত্রীরা নিরাপত্তাসহ বিভিন্ন প্রকার ঝুকি ও নানা ধরনের সমস্যা পড়তে পারে, তারা বলেন শহরের ভিতরে কলেজ স্থাপনার মতো পর্যাপ্ত জায়গা আছে। সেখানে কলেজ স্থাপন করলে ছাত্রীরা নিরাপত্তা পাবে। তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে নেওয়ার চক্রান্ত বাতিলের জোর দাবি জানান তারা।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com