Logo




মৃত্যুর ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

শেরপুরের নালিতাবাড়িতে মৃত্যুর ২ মাস ৫ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উসমান আলী (২৫) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। উসমান স্থানীয় আবুল হাসেমের ছেলে।জানা যায়, গত ১৬ জুলাই রাতে নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে উসমান আলীর লাশ উদ্ধার হয়। ওই সময় বিনা ময়নাতদন্তে তড়িঘড়ি করে লাশের দাফন করা হয়। পরে ওই ঘটনায় গত ১৭ আগস্ট ৪ জনকে আসামি করে আদালতে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত উসমানের বড় ভাই আছিম উদ্দিন।আসামিরা হচ্ছেন মিস্টার আলী (৩০), রাকিব ওরফে ডিবজল (২০), সিদ্দিক মিয়া (৩৫) ও সাইফুল ইসলাম (৪৫)।পরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ উসমানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com