Logo




শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

শাজাহানপুর বগুড়া
আপডেট করা হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি – এই স্লোগান সামনে রেখে শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সামবার উপজেলার আড়িয়া পরিষদ ভবনে বিট পুলিশিংয়ের কার্যালয় উদ্বোধন করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আজীম উদ্দিন।আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান সভাপতিত্বে এবং আড়িয়া ইউপি বিট অফিসার এস. আই ছাম্মাকের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার নারী ও শিশু সহায়তা হেল্প ডেক্স ইনচার্জ এস আই জীবন নেছা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টুসহ ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দিন বলেন, “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে। ইউনিয়নে বিট অফিসার দায়িত্বে থাকবেন তার নির্ধারিত ফোন নাম্বার থাকবে, আপনারা তথ্য দিয়ে বিট অফিসার কে সাহায্য করবেন। ” আড়িয়া ইউনিয়ন বিট আফিসার দ্বায়িত্ব পালন করবেন এস আই ছাম্মাক ও সহকারী বিট অফিসার এ এস আই আলম মিয়া।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com