দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারন কর্মসূচি আওতায় (২য় পর্যায) সোলার খাতে গৃহীত প্রকল্পের মাননীয় শেখ হাসিনার উদ্যােগে বিনামূল্যে সোলার লাইট বিতরণ। রবিবার সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন জামে মসজিদে ১০০ ওয়ার্ড সোলার লাইট বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এ সময় তিনি বলেন, গোকুল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রতিশ্রুতি মোতাবেক ৫২ টি মসজিদের কাছে যে ওয়াদাবদ্ধ করেছিলেন আজ তা পরিপূর্ণ হলো। আমরা ওয়াদা করে ছিলাম প্রত্যকটি জামে মসজিদে একটি করে সোলার লাইট দিবো আজ তা পূর্ণ হলো। এ সময় আরো উপস্থিত ছিলেন টিএমএসএস কর্মকতা আবু সাঈদ, ইউপি সচিব আজমল হোসেন, মোখলেছুর রহমান,সার্ভেয়ার মন্তেজার রহমান মিলু সহ জামে মসজিদ কমিটির সভাপতি/সম্পাদক সহ সদস্য বৃন্দ।
মন্তব্য