গাবতলী সুখানপুকুর মহিষবাথান গ্রামে মাতৃ সরোবর চত্তরে গত সোমবার হাইব্রীড ধান “সবুজ সাথি” এর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। কৃষক গৌড় চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান। জহুরুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, পরিবেশক আবু সুফিয়ান’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। উল্লেখ, এবছরে কৃষকরা বগুড়া জেলা’সহ গাবতলী উপজেলায় ব্যাপকভাবে হাইব্রীড সবুজ সাথী ধান চাষ করে তারা এখন স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন। ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকদের মাঝে এ ধান চাষে ব্যাপক সাড়া ফেলেছে। চাষিদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষানী অংশ নেন।