বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জাইকা’র যৌথ আয়োজনে কাভিট-১৯ এর করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারেক নাথ কুন্ডু, ডাঃ ফজলুর রহমান, ইউডিএফ আহসান হাবিব প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য