Logo




ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ বগুড়ার সাংসদের ছবি ভাইরাল

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দুর্নীতির অভিযোগ ওঠা বগুড়ার আলোচিত সাংসদ রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগীর আগ্নেয়াস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ছবি নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হয়েছে। আলোচিত এই সাংসদ হলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের রেজাউল করিম।

 

 

ফেসুবকে ওই ছবি ফেসবুকে পোস্ট করে এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক চপল সাহা লিখেছেন, ‘একজন সংসদ সদস্যের কেনা অস্ত্র প্রদর্শন কতটা শোভনীয়? ২০১৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী না থাকায় হঠাৎ করেই রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয়া হয়। ফলে তিনি হয়ে যান সংসদ সদস্য। তিনি একটি অস্ত্র কিনেছেন তার নিজের সুরক্ষার জন্য। এই অস্ত্রটি তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। একজন সংসদ সদস্যর জানা উচিত অস্ত্র প্রদর্শন করা আইনত অপরাধ। তাহলে তিনি কি……?’

বগুড়ার নন্দীগ্রামের বাসিন্দা এবি বারিক ফেসবুকে বলেন, ‘হঠাৎ এমপি তাই, এর বিচার চাই, এইরকম এমপি আছে বলেই! এমপিদের বেয়াদব বলে।’

বগুড়ায় সময় টেলিভিশনে কর্মরত রয়েছেন রবিউল ইসলাম। তিনি ফেসবুকে বাবলুর ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘২০১৬ এর অনুচ্ছেদ ২৫(গ) ও ২৫ (ক) নীতিমালায় বলা আছে যে অস্ত্র প্রদর্শন করা যাবে না । তাহলে বগুড়ার ৭ আসনের সংসদ সদস্য কি ভাবে অস্ত্র প্রদর্শ করেন।’

জানতে চাইলে সাংসদ রেজাউল করিম বাবলু মুঠোফোনে বলেন, ‘ওই অস্ত্র কেনার সময় তোলা ছবি। তবে অস্ত্র কিনতে পারি নাই।’ তবে সাংসদের বিশ্বস্ত সূত্র জানিয়েছে ওই অগ্নেয়াস্ত্র তিনি সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন।

ফেসবুকে এমন ছবি দেওয়ার বিষয়ে আইন কী বলে এ বিষয়ে বই না দেখে স্পষ্ট কিছু বলতে চাননি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী। তবে তিনি জানান, ‘সাংসদ রেজাউল করিম বাবলুর নামে অনেক আগেই একটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।’

রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী সাংসদ হওয়ার দুমাস পরেই তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই সময় তিনি একটি গাড়ি কিনে আলোচিত হন। হলফনামায় বলেছেন, তাঁর বার্ষিক আয় ৫ হাজার টাকা। ভোটে দাঁড়ানোর আগে জমা টাকা ছিল ৩০ হাজার। চলাফেরা করতেন একটি পুরোনো মোটরসাইকেলে। তবে সংসদ সদস্য হওয়ার দুই মাসের মধ্যেই ভাগ্য খুলেছে তাঁর। চড়ছেন ৩৪ লাখ টাকার গাড়িতে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com