বগুড়ার গোকুল চাঁদমুহায় প্রাকৃতিক দূর্যোগে বসত ঘর ধ্বসে পড়া শারীরিক প্রতিবন্ধী বুলু মিয়ার পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান সবুজ সরকার
এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে :
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
শেয়ার করুন
বগুড়া সদরের গোকুল চাঁদমুহা পশ্চিমপাড়ায় শারীরিক প্রতিবন্ধি বৃদ্ধ বুলু মিয়ার মাটির বাড়ি দুটি শয়ন কক্ষ প্রাকৃতিক দূর্যোগে ধ্বসে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ পেয়ে শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে অসহায় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সরকারী ভাবে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারের সদস্যদের সহযোগিতার আশ্বস্ত প্রদান করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী বজলুর রহমান। গত বুধবার রাতে তিনটি মাটির ঘরের মধ্য পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে পড়ে হঠাৎ ভোর রাতে প্রাকৃতিক দূর্যোগ,প্রবল বর্ষন ও বজ্রপাতের কারনে দুটি মাটির ঘর সম্পন্ন ধ্বসে পড়ে চূর্নবিচর্ন হয়ে যায়। এতে করে তাদের ঘরে থাকা আসবাব পত্র ও টিনের চালা সহ অনুমান দুই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে শারীরিক প্রতিবন্ধি অসহায় বৃদ্ধ বুলু মিয়া ৬ সদস্যর পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।