Logo




বগুড়ার নন্দীগ্রামে এমপি’র কুশপুত্তলিকা দাহ করায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বগুড়ার নন্দীগ্রামে গত ১০ অক্টোবর বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা’র বিরুদ্ধে পারিবারিক ভাবে বগুড়া সদর থানায় শত কোটি টাকা আতœসাতের অভিযোগে মামলা হওয়ায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নন্দীগ্রাম স্থানীয় বাসষ্ট্যান্ড এক বিক্ষোভ কর্মসূচী ও মানব বন্ধনের আয়োজন করে। উক্ত বিক্ষোভ ও মানব বন্ধন শেষে নন্দীগ্রাম-কাহালু, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এর কুশপুত্তলিকা দাহ করেন। এতে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এর মান সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাৎক্ষনিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজার রহমান শাহীন, পৌর বিএনপি’র আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক ফেরদৌস রহমান ফিল­ু, নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, মোঃ আলেকজেন্ডার, আলাউদ্দিন সরকার, শাহ আল হেলাল, আবু বক্কর সিদ্দিক এলআর, মাহবুর রহমান, আঃ হাকিম, মাসুদ রানা মজিদ, ইস্কান্দার মিঠু, শফিকুল ইসলাম, যুবদল নেতা আঃ রউফ রুবেল, শফিউল আলম সুমন, সবুজ, আদম, রাব্বী, মজিদ, কালাম, আপেল মাহমুদ, গোলাম রব্বানী, শাহিন, হারুন, ছাত্রদল নেতা তারেক, জুয়েল, মেহেদী হাসান প্রমুখ। এব্যাপারে নন্দীগ্রাম-কাহালু, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফের সাথে কথা বললে তিনি বলেন, যেহেতু বিষয়টি তাদের পারিবারিক ব্যাপার এর সাথে আমাকে জড়িয়ে রাজনৈতিক ভাবে ফায়দা হাসিল করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি, আমি কারো ক্ষতি হোক এসব আমি চাই না এবং আমি নির্বাচনী এলাকার জনসাধারণের ভালবাসা নিয়ে কাজ করে যেতে চাই।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com