গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সোমবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নে বিভিন্ন ডিলারদের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। বেহুলা বাসর ঘর মেড় বন্দরে সদর উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচি ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন ৫৩২ টি পরিবারের মাঝে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। চাঁদমুহা হরিপুর বন্দরে ডিলার শাহজাহান আলী,গোকুল ছ’ মিল বন্দরে ডিলার নুর আলম সুইট হত দরিদ্র পরিবারের মাঝে চাল বিক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার পীরগাছা এএফএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,আমার বাড়ি আমার খামার প্রকল্পের মেহেদুল ইসলাম,আব্দুল জলিল আব্দুল মোমিন, ইদ্রিস আলী প্রমুখ।
মন্তব্য