Logo




ছাত্রলীগ নেতার উপর হামলা ॥ মোটর সাইকেল ভাংচুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আপডেট করা হয়েছে : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বগুড়ার শাজাহানপুরে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন (২৬) এর উপর হামলা এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন ৪ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাঙ্গামাটি বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাঙ্গামাটি বাজারের পশ্চিম পাশে লাঠি, বাটাম, ধারালো অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা রাজনৈতিক প্রতিপক্ষের ওমর সানি, আনিছুর রহমান, লতিফ ও রাসেল তার পথ রোধ করে। এ সময় তারা তাকে মারপিট করে, তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে এবং পকেটে থাকা ৪০ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com