Logo




শাজাহানপুরে রাস্তায় বেড়া তুলতে গিয়ে লাঞ্ছিত হলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

 মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়নের কমলা চাপড় গ্রামে দীর্ঘদিন ধরে জনসাধারনের চলাচলের রাস্তায় বেড়া তুলতে গিয়ে লাঞ্ছিত হন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, গত ১২ অক্টোবর বিকালে মান্নানের বাড়ীর দক্ষিন পার্শ্বের রাস্তায় দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দীর্ঘদিন যাবৎ চলাচল করে। সেই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় তার প্রতিবেশি। গতকাল সকালে সেই রাস্তায় বেড়া দেওয়ার কথা জিজ্ঞাসা করিলে এবং বেড়া তুলতে চাইলে মোস্তফা মিয়া(৪২), আবু গাফ্ফার (২৩) এবং মোঃ বাবু মিয়া (২৫) উভায় মিলে আব্দুল মান্নানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা তাকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। এছাড়ও বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রধান করে।
এবিষয়ে বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আব্দুল মান্নান। অভিযোগে বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com