মহামারি কারোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে ২৩ অক্টোবর(শুক্রবার) বাসায় ঘরোয়া ভাবে কেক কেটে একমাত্র ছেলে মোঃ মোসাব্বির হোসেন (সামিদ) এর জম্মদিন পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহর্ধমিনী মোছাঃ সাবিহা সুলতানা (সম্পা), মেয়ে মোছাঃ মাঈশা আকতার (রোজা) মোছাঃ সামিয়া আকতার (শুভা) সহ তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এমপি মোশারফ হোসেন বলেন, তাঁর সন্তান সামিদ লেখাপড়া শিখে যেন আলোকিত মানুষের মত মানুষ হয় এবং দেশ ও জাতিকে আলোকিত করে সেইজন্য তিনি বগুড়া,নন্দীগ্রাম ও কাহালু উপজেলা বাসী সহ দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।