Logo




জাতীয় নিরাপদ সড়ক দিবস নিসচা’র আলোচনা ও মাস্ক বিতরন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বগুড়ার শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা সদর মাঝিড়া ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা, মাস্ক ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে কোন কর্মসূচির আয়োজন করেনি উপজেলা প্রশাসন।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সাথে কথা বলতে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তার সরকারী মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলার কমিটির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমানের সঞ্চালনায় নিসচার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ কাজল কুমার নন্দি। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিচসা উপজেলার শাখার সদস্য সচিব আনছার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আশরাফ আলী, শাজাহানপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শামীম হাসান, নিসচা উপজেলা শাখার উপদেষ্টা মাঝিড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, সাইদুজ্জামান তারা, মেছবা উল আলম, সহ সভাপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ লয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ রঞ্জু, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক বাবলু মন্ডল, আইন বিষয়ক সম্পাদক মাতলুবুর রহমান মুন্টু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক আপেল মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক আবু জাফর আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বুলে প্রমুখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com