Logo




বগুড়ার গোকুল ঐতিহাসিক বেহুলা বাসর ঘর মেধ ও মহাস্থান যাদুঘর পরিদর্শনে রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল বাতেন বিপিএমপিএম

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

রবিবার বেলা ১১ টায় বগুড়া সদরের গোকুল ঐতিহাসিক বেহুলা বাসর ঘর(মেধ) স্বপরিবারে পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জ এর পুলিশের ডিআইজি মহোদয় জনাব মোঃ আব্দুল বাতেন(বিপিএম, পিপিএম) তাঁহার সাথে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ আলী আশরাফ ভুঞা(বিপিএম বার) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান,গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ,ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য মোঃ আলী রেজা তোতন,সদর থানার এস আই ও গোকুল ইউনিয়ন বিট পুলিশ অফিসার বেদার উদ্দিন,এস আই মুক্তার হোসেন,এএসআই হাসান,বেহুলা বাসর ঘর(মেধ) ইনচার্জ আসাদুজ্জামান,মহাস্থান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সুমন,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সোহাগ মাহবুব সহ ডিআইজি মহোদয়ের সফর সঙ্গী। পরে তিনি বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান গড় ও যাদুঘর পরিদর্শন করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com