Logo




শাজাহানপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আপডেট করা হয়েছে : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রসমুক্ত দেশগড়ি” অপরাধ মুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো: আজিম উদ্দীনের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদত হোসেন, নজরুল ইসলাম মাষ্টার,আব্দুল মালেক। আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইসফাকুল শিবলী। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুর রহমান সবুজ এবং সদস্য রোটারিয়ান মেজবাউল আলম। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ এতে অংশ গ্রহণ করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com