Logo




মধ্যরাতে দেশে ফিরছেন সাকিব

খেলার ডেস্ক
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিষেধাজ্ঞার অমানিশা কেটে গেছে। এবার দেশে ফেরার পালা টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানের। ফিরছেন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ২টায় পৌঁছানোর কথা রয়েছে তার।

ঢাকায় ফেরার পর করোনা টেস্ট করার কথা রয়েছে সাকিবের। টেস্টর রিপোর্ট ইতিবাচক আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে এরপর অনুশীলনে নামবেন তিনি। এরপর বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সাকিব। 

এর আগে নিষেধাজ্ঞায় থাকাকালীন শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলনের জন্য দেশে এসেছিলেন নম্বর সেভেন্টি ফাইভ। পরে সিরিজ স্থগিত হওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com