বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আলী ইমাম ইনোকী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষ সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম, নূরুন্নবী তারেক, আসাদুজ্জামান লিটন, আরিফ আজাদ পলাশ, বিপ্লব হোসেন বিপুল, ইমাম হোসেন, রুবেল আহম্মেদ, মিনহাজ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর, মেহেদী হাসান বাবু, গোলাম সোবহান সুজন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, রেজাউল করিম কান্টু, রুহুল আমিন, গোলাম হোসেন, রেজাউল করিম খান মহব্বত, মোস্তাফিজার রহমান, মতিউর রহমান বকুল, কবির আহম্মেদ, জাহিদুর রহমান বাচ্চু, শফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম লিটন, আরিফুর রহমান আকন্দ, কৃষকলীগ নেতা তাজনুর রহমান শাহিন, শ্রমিকলীগ নেতা মজিবর রহমান, মনির হোসেন, রাসেল আহম্মেদ, আবু খায়ের, ছাত্রলীগ নেতা নাজগীর হোসেন নিপন, বাহারাম বাদশা, মাহমুদ আলী প্রমুখ।