জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷রবিবার দুপুওে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নূরুন্নবী তারেক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন,দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগনেতা সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান সরদার, বিভিন ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মোস্তাফিজার, কবির আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বাচ্চু, সাজেদুর ইসলাম, যুবলীগের নেতা এরশাদ,আব্দুর রহমান, নজরুল, হুমায়ন, রিয়াদ, লালমিয়া প্রমুখ।উল্লেখ্য,কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে মৌলবাদীরা ।