অবৈধ মাটি ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে উপজেলা প্রসাশন। রবিবার বিকালে উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবৈধ মাটি ব্যাবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অনুমোদনহীন মাটি কাটার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০এর আওয়তায় নাসের আলীর পুত্র আব্দুল হাকিমকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই গ্রামে ফসলি জমির মাটি কাটারঅভিযোগেহামেদ আলীর পুত্র সাইদী হাসান কে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিক খান।