Logo




শাজাহানপুরে গৃহিনীর রহস্য জনক মৃত্যু

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

 বগুড়ার শাজাহানপুরে নিজ ঘরের বিছানা থেকে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাশেদা বেগম উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া ফকিরপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের পুত্র রডমিস্ত্রি গোলজার রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী গোলজার রহমান নিখোঁজ রয়েছেন। রবিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।স্থানীয়রা জানান, গোলজার রহমান তার বৃদ্ধ মা, এক বোন, স্ত্রী, ছেলে,ছেলের বউ ও এক শিশুকন্যাকে নিয়ে বসবাস করেন। পেশায় তিনি একজন রডমিস্ত্রি। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা টিপে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই স্বামী নিখোঁজ।গোলজারের মা গোলাপী বেওয়া জানান, রবিবার সকালে নাতিবউ তার শাশুড়িকে ডাকাডাকি করতে গেলে ঘর থেকে কোন সাঁড়া শব্দ পাননা। পরে তার শাশুড়ির গায়ে হাত দিয়ে হাত-পা ঠা-া দেখতে পান। তখন সবাই মিলে হাত-পায়ে তেল মালিশ করতে থাকেন। একপর্যায়ে বুঝতে পারেন, ছেলেবউ অনেক আগেই মারা গেছেন। তিনি আরো জানান, ছেলেবউ হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।নিহত রাশেদা বেগমের ভাই মুকুল হোসেন জানান, রবিবার সকালে তার বোনের ননদ মোবাইল ফোনে জানান তার বোন মারা গেছেন। খবর পেয়ে বোনের বাড়িতে এসে বোনকে মৃত অবস্থায় দেখতে পান। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোহয়েছে। রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। তবে মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যথেষ্ট সন্দেহ রয়েছে। নিহতের স্বামী পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com