Logo




জাহানপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে কিশোরকে খুন

দুলাল হোসেন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বগুড়ার শাজাহানপুরে বাপ্পি (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাহেব আলী নামে একই বয়সের অপর এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বাপ্পী উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ট্রাকচালক মোকছেদ আলী ছেলে। আহত বুদ্ধি প্রতিবন্ধি সাহেব আলী একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের স্বজনেরা জানান, সোমবার সন্ধার পর কে বা কারা বাপ্পিকে ফোন করে। বাপ্পি রাতের খাবার খেয়ে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১২টার দিকে বুদ্ধি প্রতিবন্ধি সাহেব আলী আহত অবস্থায় দৌড়ে বাপ্পির বাড়িতে এসে বলে গয়নাকুড়ি সলাকুড়িয়া চড়ার ভেতর কে বা কারা বাপ্পিকে কুপিয়ে ফেলে রেখেছে। তাকেও মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করলে দৌড়ে পালিয়েছে। এই কথা বলে সাহেব আলী অজ্ঞান হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাপ্পিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। স্বজনেরা আরো জানান, বাপ্পি বগুড়া ক্যান্টমেন্টে কোন এক অফিসারের বাসায় কাজ করতো। ৮ দিনের ছুটিতে বাড়িতে এসেছে। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাপ্পির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com