বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মটর সাইকেল আরোহী উপজেলা আড়িয়া ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া গ্রামের সমেজ উদ্দিনের পুত্র হাবিব(২৮)। মঙ্গলবার ব্যবসায়িক কাজ শেষে বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে সাজপুর মসজিদপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহা সড়কে বাস চাপায় তার মৃত্যু হয়।থানা পুলিশসূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে সাজাপুর এলাকায় নির্মানাধীন মহা সড়কের বালিতে চাকা পিছলে রাস্তার মাঝে পড়ে যান তিনি। এসময় পিছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাসের নিচে পড়ে তার মৃত্যু হয়।