বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান।
এদিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুুুর রহমান ও সদর থানার ওসি হুমায়ুন কবীর।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।