কয়েক দিন ধরে ফেসবুকে ভাইরাল হয়েছে দৃষ্টিহীন মেয়েটা কন্ঠে অসাধারণ গান ,ভিউ ও হয়েছে অনেক Kazi Taifurul Karim ভাইয়ের টাইম লাইনে যা লিখেছেন তা তুলেধরা হলো, কতজনার দরজায় কড়া নেড়েছি, শুধু ওর কন্ঠটা একবার শুনে দেখার জন্য, কেউ মুখ তুলেও চায়নি একবার ভুল করে শুনেও দেখেনি মেরিনার গান।নানান অজুহাতে কালেক্ষেপন করে বিদেয় করে দিয়েছেন।এক সময় ভাবতে শুরু করলাম এই সুপ্ত প্রতিভা বোধ হয় আর বিকাশিত হবে না এক রাশ হতাশা হয়ে স্নেহের ভাগনে মীর টিটুর সাথে কথা বললাম টিটু নিরাশার আশা হয়ে সামনে এলো, মেয়ে সহ নিয়ে গেলাম মোশাররফ আজমী মামার ষ্টুডিওতে অনুরোধে এলেন সংগীত পরিচালক শহীদ মাহমুদ শুনলেন খালি কন্ঠে মেরিনার গান।কালবিলম্ব না করে শুরু করলো রুনা ম্যাম এর এই বিখ্যাত গানটি আমার চোখ তখন ছল ছল নিজেকে সামলে নিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। জীবনে এমন একটি দিনের আশা নিয়ে কতো আখিঁ জল ফেলেছি,আজ তা পূরন হলো মীর টিটুর মাধ্যমে।আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ আপনার আমার মেয়ের গানটি শুনে আপনাদের মূল্যবান মন্তব্য করে তার সংগীত জীবনের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন।