Logo




দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বেড়েছে

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮২৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২২ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৪৭৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৪৩৬ জন।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৭৫ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৩ হাজার ৮৪৮জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২১ লাখ ৩০ হাজার ৪২২ জন। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ২৮৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ১৩ লাখ ৮৩ হাজারের বেশি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com