Logo




প্রতিদিন ক্লাস করবে দশম-দ্বাদশের শিক্ষার্থীরা, অন্যদের সপ্তাহে একদিন

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৪ ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে।

রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল ২০২১ বিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর এমপিদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অবস্থা বুঝে এবং আমাদের জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী কোন দিন থেকে খুলব সেটি ঘোষণা করব। খোলার পর ২০২১ সালের এসএসসি ও এইচএসসি এর সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেয়া হবে। একারণেই  দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে। অন্যান্য ক্লাসগুলো প্রাথমিক পর্যায়ে সপ্তাহে হয়তো একদিন করে ক্লাসে আসবে।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে এই মহামারির মধ্যে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বসানোর ব্যবস্থা করতে বসতে হবে। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীদেরকে এক সঙ্গে আনার সুযোগ নাও থাকত পারে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com