Logo




আলেপ্পোতে দুটি আলাদা গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১১

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

সিরিয়ার আলেপ্পোতে দুটি আলাদা গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, আজাজ শহরে প্রথম বিস্ফোরণটিতে ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। পরে, আলেপ্পোর উত্তরাঞ্চলে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির একটি চেক পয়েন্টে অপর এক গাড়িবোমা বিস্ফোরণে মারা যান আরও ছয়জন। আহত হন অন্তত ৪ জন।এদিকে হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনো থেমে থেমে সংঘাত হয়। আফরিনে এখনো অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতে তাদের আধিপত্য ধরে রেখেছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com